সুখের ফেরিওয়ালা
বিজ্ঞান ও আধ্যাত্মিকতার পথে
“দুঃখ নেবে, দুঃখ
হরেক রকমের দুঃখ আছে
লাল দুঃখ, নীল দুঃখ………”
কবি হেলাল হাফিজ বহুদিন ধরে দুঃখের ফেরিওয়ালা হয়ে আছেন আর আজ আমি এলাম ‘সুখের ফেরিওয়ালা’ হয়ে।
আমি সুখ নিয়ে এসেছি আপনাদের দ্বারে। আপনারা কি আপনাদের দরোজাটা একটু খুলবেন?
কি?! অহহো! দরোজা খুলতে ভয় পাচ্ছেন? আমি অপরিচিত? যদি ডাকাতি করি! যে যুগ পড়েছে!
ঠিক আছে, আমি এমন ব্যবস্থা করছি যাতে আপনি দরোজা না খুললেও কোন সমস্যা হবে না। আমি যা করবো – সাগর সেঁচে আনা সুখের মুক্তাগুলো আপনাদের বন্ধ দরোজার সামনে রেখে যাব, যেন মন চাইলেই তা তুলে নিতে পারেন!
একটি বিষয়ে আপনি নিশ্চয় একমত যে, আমরা যা কিছু করি বা করতে চাই এবং যা কিছু হতে চাই অথবা হতে চাই না – তার মূল লক্ষ্য হচ্ছে ‘সুখী’ হওয়া। আমরা সুখের পেছনে দৌড়াচ্ছি। কিন্তু এ যেন সোনার পাথর বাটি – ধরা দিচ্ছেনা। যে সুখের জন্য আমরা পৃথিবীটাকে তছনছ করে ফেলছি সেই সুখ যদি আপনার হাতের মুঠোয় এসে ধরা দেয়? কোন এক জাদুমন্ত্র বলে সেই সুখ যদি আপনার সব সময়ের সঙ্গী হয়ে যায়, তাহলে কেমন হয়!
এটি কোন আদর্শবাদ নয় যে সুখের জন্য আপনাকে ‘আদর্শ-আদর্শ’ করতে হবে। এটি নয় কোন ফিলোসফি, যে আপনাকে দর্শন বুঝতে হবে। এটি কোন রাজনীতি নয়। এটি কোন মতবাদও নয়। এটি যেমন নয় কোন নারীবাদ বা পুরুষতন্ত্র, তেমনি নয় পুঁজিবাদ বা সাম্রাজবাদ অথবা সমাজতন্ত্র। তবে এটি কী!?
এটি একগুচ্ছ জীবন ঘনিষ্ঠ বিষয়ের সুসমন্বয়। এখানে আপনি কিছু টেকনিক শিখবেন যাতে এই মুহূর্ত থেকে সবসময়, জীবনের প্রতিটি মুহূর্তে সুখে থাকা যায়। ব্যস!
সুখী হবার যাত্রায় আপনাকে স্বাগতম!
For Registration:
Phone: +880 1671 335489